মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শিশু ধর্ষণচেষ্টা মামলায় আনোয়ার ব্যাপারী (৪৫) নামের এক কবিরাজকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার(২১শে মে) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। নির্যাতনের শিকার ১৩ বছরের ওই শিশুর বাড়ি ঢাকার ধামরাই উপজেলায় ও দণ্ডপ্রাপ্ত আনোয়ারের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরের রাজেশ্বরপুর এলাকায়।
মামলার এজাহার থেকে জানা যায়, কবিরাজি চিকিৎসার জন্য ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সকালে মানিকগঞ্জের হরিরামপুরে রাজেশ্বরপুর এলাকার নানা বাড়িতে আসে ওই শিশু ও তার মা। ওই দিন দুপুরে কবিরাজ আনোয়ারের বাড়িতে চিকিৎসার জন্য যায় তারা। এরপর চিকিৎসার কথা বলে শিশুটিকে দূরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আনোয়ার। এসময় চিৎকার শুনে শিশুটির মা গিয়ে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা বিচারের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলে সময় নেন। পরে সঠিক বিচার না পেয়ে ঘটনার সাতদিন পর (১৫ ফেব্রুয়ারি) আনোয়ারসহ সাতজনকে আসামি করে হরিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের চেষ্টা মামলা করেন শিশুটির মা। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আনোয়ারকে অভিযুক্ত করে এবং বাকি ছয় জনকে মামলা থেকে অব্যহতি দিয়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আনোয়ার দোষী প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।
জরিমানার ২০ হাজার টাকা ওই শিশুর পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। জরিমানার অর্থ না দিলে আসামিকে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ.কে.এম নুরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী আবুল বাশার শুভ উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Leave a Reply