প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আপডেট সময় :
সোমবার, ২২ মে, ২০২৩
মানিকগঞ্জ.
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার(২২শে মে) সকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, তায়েবুর রহমান টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা।
এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, কৃষকলীগ, তাতীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply