1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫৭ পূর্বাহ্ন

হরিরামপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ আছলাম হোসেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
প্রধান শিক্ষক মোঃ আছলাম হোসেন ।(ছবি: সংগৃহীত)
প্রধান শিক্ষক মোঃ আছলাম হোসেন।(ছবি: সংগৃহীত)

মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ আছলাম হোসেন। তিনি উপজেলার ‘রামকৃষ্ণপুর মোহাম্মদ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে নির্বাচক কমিটির সদস্যদের সর্ব-সম্মতিক্রমে তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচক কমিটি।

রবিবার (১৪ই মে)হরিরামপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ’২৩-মোঃ আছলাম হোসেন’কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহরিয়ার রমহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চেীধুরী,পাটগ্রাম অনাথ বন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ আয়শা আক্তার প্রমুখ।

আছলাম হোসেন ‘রামকৃষ্ণপুর মোহাম্মদ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়’র দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে মোঃ আছলাম হোসেন’কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে ।এনিয়ে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি ।

কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন মূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন।তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজও করে যাচ্ছেন।

জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আছলাম হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময়ই চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকাসহ উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।

Theme Customized By Shakil IT Park