সদর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় আট বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় দুই যুবক।
রোববার (১৪ মে) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পূর্বদাশড়া নাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ওই এলাকার মো. লাভলু মোল্লার ছেলে। সে স্থানীয় পোড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
আটককৃত ট্রাক চালকের নাম আমির হোসেন (৩৭)। তিনি ঢাকার সাভার উপজেলার হিজলা গ্রামের শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে বাড়ির সামনের রাস্তায় রবিউল সাইকেল চালাচ্ছিল। এসময় বালুবাহী একটি ট্রাক রবিউলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটিকে চাপা দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যাচ্ছিল চালক। এ সময় স্থানীয় যুবকেরা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রউফ সরকার জানান, ওই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
Leave a Reply