1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:০১ পূর্বাহ্ন

বুখারী হাতে রাস্তায় ছাত্রজনতা

  • আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩

মুহাম্মাদ রমজান মাহমুদ.

প্রিয় শিক্ষকদের কাছে হাদীস পড়ার অধিকার আদায়ের দাবিতে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

‘আমরা শিক্ষকদের কাছে হাদীস পড়তে চাই’ শিরোনামে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়।

শুক্রবার (১২ মে) সকাল আটটা থেকে এই মানববন্ধন শুরু হয়‌। এসময় সকলের হাতে ছিল কিতাব ।

মানববন্ধনের আহ্বায়ক মুহাম্মাদ দিদারুল ইসলাম বলেন, ইসলামী পাঠ্যক্রমে সনদের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে আমাদের প্রিয় শিক্ষকদের দুই বছর যাবত বন্দী রাখায় আমরা সনদ থেকে বঞ্চিত হচ্ছি। মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা হারুন ইজহার, মুফতি মাহমুদুল হাসান গুনভী, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দেশবরেণ্য শিক্ষাবিদদের বন্দী রেখে আমাদের নির্বিঘ্নে পড়ালেখার অধিকার হরণ করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। ছাত্রসমাজ এই জুলুম আর চোখবুঁজে সহ্য করবে না।

তিনি আরো বলেন, দেশের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। আমরা বছরের শুরুতেই আমাদের শিক্ষকদের হাদীসের মসনদে চাই। না হয় প্রিয় শিক্ষকদের মসনদে ফিরিয়ে আনতে ছাত্র জনতা মাদরাসা থেকে রাজপথে নেমে আসবে। ছাত্র জনতা ময়দানে নেমে আসলে নিজেদের শিক্ষকদের মুক্ত না করে মাদরাসায় ফিরবে না ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।

Theme Customized By Shakil IT Park