মানিকগঞ্জে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা ঘটনায় গ্রেফতার:৩
আপডেট সময় :
শুক্রবার, ১২ মে, ২০২৩
মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে প্রকাশ্য দিবালোকে মোঃ জামাল উদ্দিন নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ।
বুধবার (১০ মে ) বিকেলে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মধ্য পুটাইল এলাকার মৃত পচা মিয়ার ছেলে ফজলুর রহমান (৫৫), মনছুর আলীর ছেলে সজীব মিয়া (২৮) এবং মজিবুর রহমানের ছেলে উজ্জ্বল (২৭)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. মোঃ আরিফ হোসেন জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন মঙ্গলবার (৯ মে) সকাল ৮টার দিকে মোটরসাইকেল যোগে তার মানিকগঞ্জ শহরের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে সদর উপজেলার বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে গুরতর জখম করে দুর্বৃত্তরা। পরে আহত শিক্ষক জামাল উদ্দিনকে স্থানীয় লোকজনের সহায়তায় মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য প্লাটিনাম হাসপাতালে রেফার্ড করা হয়।
তিনি আরো জানান,এঘটনায় আহত স্কুল শিক্ষক মোঃ জামাল উদ্দিনের স্ত্রী আশা আক্তার পাঁচ জনের নাম উল্লেখসহ আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় বুধবার (১০ মে) বিকেল ৫টার দিকে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। পরে গ্রেফতারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply