মানিকগঞ্জে চোরাই মোটরসাইকেল ও ত্রিশ গ্রাম হেরোইনসহ গ্রেফতার:৩
আপডেট সময় :
শুক্রবার, ১২ মে, ২০২৩
মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি ) পুলিশ।
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে শিবালয় উপজেলার কাতরাসিন এলাকার ভাই ভাই হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় ।এসময় তার সাথে থাকা ইন্ডিয়ান বাজাজ কোম্পানীর একটি ১৫০সিসি লাল- কালো রংয়ের পালসার মোটরসাইকেল, যার রেজিঃ নং-ঢাকা মেট্টো ল-৫৯-৪৬২৫ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্য মোঃ সাব্বির শেখ ঘিওর উপজেলার আগুনপুর গ্রামের শুকুর শেখের ছেলে।
একই তারিখ বেলা পৌনে চারটায় ডিবি পুলিশের আরেকটি অভিযানিক দল শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় অভিযান পরিচালনা করে নাহিদুজ্জামান জনি (৩৩) ও মোঃ পলাশ খান (৩৬)দ্বয়কে গ্রেফতার করে । এসময় তাদের সাথে থাকা ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাহিদুজ্জামান জনি ঐ উপজেলার বরংগাইল গ্রামের বশির ওরফে চুন্ন মিয়ার ছেলে এবং পলাশ খান ফেচুয়াধারা গ্রামের আওলাদ খানের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে জেলা গোযেন্দা শাখার পরিদর্শক আবুল কালাম জানান, দুটি পৃথক অভিযান পরিচালনা করে ১টি চোরাই মোটরসাইকেল ও ৩০(ত্রিশ) গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে । এবিষয়ে শিবালয় ও ঘিওর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
Leave a Reply