1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে স্কুল শিক্ষককে হত্যাচেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
আহত শিক্ষক জামাল উদ্দিন
আহত শিক্ষক জামাল উদ্দিন

মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিনকে হত্যাচেষ্টা করেছে সন্ত্রাসীরা।

আজ মঙ্গলবার(০৯মে) সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ জেলা শহরের বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকার এনবিসি ইট ভাটার সামনে এই হামলার ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় জামাল উদ্দিনকে মানিকগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয় ।

হামলার শিকার জামাল উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

তাঁর সহকর্মী, শরীর চর্চা শিক্ষক আবুল হোসেন বলেন, ‘জামাল উদ্দিন আর আমি প্রতিদিন তাঁর মোটরসাইকেলে চড়ে মানিকগঞ্জ জেলাশহরের বাসা থেকে বিদ্যালয়ে যাই-আসি। প্রতিদিনের মতো আজও আমি আর উনি বিদ্যালয়ে যাচ্ছিলাম। আমাদের মোটরসাইকেল বেতিলা- বালিরটেক সড়কের হিজলাইন এনবিসি ইটভাটা এলাকায় যাওয়ামাত্র দুইজন যুবক জামালকে এলোপাথাড়ি ভাবে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই। এরপর পিছন দিক থেকে একটি মোটরসাইকেলে আরও দুইজন সেখানে আসে। তাদের ব্যাগের ভেতর থেকে চাপাতি বের করে জামাল উদ্দিনকে সকলে মিলে কোপাতে তাকে। এক পর্যায়ে সংজ্ঞাহীন অবস্থায় রেখে তারা চলে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় আমি তাঁকে সদর হাসপাতালে নিয়ে আসি। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, একমাস আগে জামাল উদ্দিনের ভায়ের ছেলে জাহিদকে তুচ্ছ ঘটনায় মারধর করে উত্তর পুটাইল এলাকার সজিব, কাজল, উজ্জ্বলসহ কয়েকজন। এই ঘটনায় জামাল উদ্দিন প্রতিবাদ করেছিলেন এবং থানায় অভিযোগ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারাই আজ এই সকালে এই হামলা চালিয়েছে ।

জামাল উদ্দিনের মাথায় একটি, ডান পায়ে দুটি, বাম পায়ে একটি, ডান হাতে দুটি, বাম হাতে চারটি এবং পিঠে একটি চাপাতির কোপ লেগেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, “ শিক্ষকের ওপর হামলার ঘটনা শোনার পর দ্রুত হাসপাতালে যায় পুলিশ সদস্যরা। কিন্তু আমাদের পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে তাঁকে পায়নি। হামলার শিকার জামাল উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে  দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলাকারীদের ধরার জোড় চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।

Theme Customized By Shakil IT Park