মানিকগঞ্জের সিংগাইর থেকে মিশুক গাড়ী চোর চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি ) পুলিশ। এসময় দুটি চোরাই মিশুক গাড়ি উদ্ধার করা হয়েছে।
আটককৃত হলো, সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকার মোঃ আনছার আলী, তমেজ আলী, সোরহাব ও বারেক।
এসব তথ্য নিশ্চিত করে জেলা গোযেন্দা শাখার পরিদর্শক আবুল কালাম জানান, ডিবির এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে তিন সীট বিশিষ্ট একটি ব্যাটারী চালিত পুরাতন অটো মিশুক গাড়ীসহ প্রথমে মোঃ আনছার আলীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ছয় সীট বিশিষ্ট আরো একটি মিশুক গাড়ীসহ আটক করা হয় আসামী তমেজ আলীকে। আটকের পর তারা জানান, এই গাড়িগুলো তারা সোহরাব খান ও বারেকের নিকট থেকে ক্রয় করে। পরে সোহরাব ও বারেককে আটক করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরো জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাভার, হেমায়েতপুর, আশুলিয়া এলাকাসহ আশপাশের এলাকা হতে অজ্ঞাতনামা ৭/৮ জন আসামীদের সহযোগিতায় চোরাই অটো মিশুক গাড়ী সংগ্রহ করে তারা ঢাকা জেলাসহ মানিকগঞ্জ জেলার আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত গাড়ী দুটির আনুমানিক বাজার মুল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এ বিষয়ে সিংগাইর থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply