1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন

“মোশারফ এন্ড কোং” ; কংক্রিট ব্লক নির্মাণ ও সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

  • আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩

ক্রমবর্ধমান আবাসন চাহিদার কারণে দেশের আবাসন শিল্প একটি বড় শিল্পে পরিণত হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের প্রায় ৮ শতাংশ জিডিপি আসে এই শিল্প থেকে। সারা দেশেই প্রচুর পাকা দালান নির্মিত হচ্ছে। দিনে দিনে বাড়ছে দেশীয় নির্মাণসামগ্রীর ওপর নির্ভরশীলতা । সনাতন লাল ইট পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০২৫ সাল থেকে সনাতন লাল ইটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা আছে সরকারের।

No description available.

পরিবেশ ও জলবায়ুর কথা বিবেচনা করে ইটের বিকল্প ও ব্যয় সাশ্রয়ী নির্মাণ উপকরণ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছে বাংলাদেশ হাউজ বিল্ডিং রিসার্চ ইনিস্টিটিউট (এইচবিআরআই)। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে আসে ইটের বিকল্প কংক্রিট ব্লকের কথা। মাটি পোড়ানো লাল ইটের পরিবর্তে নির্মাণকাজে এখন ব্যবহার হচ্ছে এটি। এই ব্লক নির্মাণ করা হয় সিমেন্ট, নুড়ি পাথর ও নদী খননের বালু দিয়ে। ইটের মতো পোড়াতে হয় না ,ফলে পরিবেশ ও জলবায়ুরও কোনো ক্ষতি হয়না। তাছাড়া প্রায় ৩০ শতাংশ ব্যয় সাশ্রয়ী এই ব্লক ।No description available.

পরিবেশকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মানিকগঞ্জ অঞ্চলের কংক্রিট ব্লক নির্মাণ ও সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সিংগাইর উপজেলার বলধারা বটতলায় অবস্থিত “মোশারফ এন্ড কোং”  আপনাদের জন্য নিয়ে আসলো সম্পূর্ন পরিবেশ বান্ধব চায়না হাইড্রোলিক অটো মেশিনের মাধ্যমে তৈরি বুয়েট কর্তৃক পরিক্ষিত ও স্বীকৃতি প্রাপ্ত,শতভাগ পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক ও টাইলস্ ।এখান থেকে ব্লক ক্রয় করলে ইঞ্জিনিয়ারিং সার্ভিস ও টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হয়ে থাকে।No description available.

তাই আপনার পছন্দের বাড়ি,রোড কনট্রাকশনসহ যে কোন স্থাপনাকে মজবুত,টেকসই ও শক্তিশালী হিসেবে নির্মাণ করতে চাইলে আজই যোগাযোগ করুন।

No description available.

যোগাযোগের ঠিকানা: মোশারফ এন্ড কোং , বট-তলা,বলধরা,সিংগাইর ,মানিকগঞ্জ ।

মোবাইল : 01744-459 995 , 01601-159 995

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।

Theme Customized By Shakil IT Park