1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন

৫ কোটি টাকা নিয়ে উধাও সাটুরিয়ার মানব মঙ্গল মাল্টিপারপাস

  • আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিনিধি.

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ‘মানব মঙ্গল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামের একটি বেসরকারি সমবায় সমিতির বিরুদ্ধে।

জানা যায়, ২০১১ সালে সাটুরিয়া উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে ‘মানব মঙ্গল মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি সমবায় সমিতির কার্যক্রম শুরু করেন উপজেলার দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আলাউদ্দিন ও লুৎফর রহমান পাখি।No description available.

বিজ্ঞাপন

মাঠকর্মীদের নিয়ে তারা এই ঋণদান কর্মসূচির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বর্তমানে সমিতিতে ৫ শতাধিক গ্রাহক রয়েছে।তবে তারা নিয়মনীতির তোয়াক্কা না করে গ্রাহকদের কাছ থেকে ক্ষুদ্রঋণের নামে গ্রামের সহজ সরল লোকদের কাছ থেকে লাখ লাখ টাকা আমানত সংগ্রহ করে। আমানতকারীদের টাকা পরিশোধ না করেই বেশ কিছুদিন ধরেই অফিসে তালা দিয়ে এনজিও মালিক, ম্যানেজার সিরাজুল ইসলাম ও মাঠকমী মোঃ আব্দুল হাই ও পান্নু মিয়া উধাও হয়ে যায়।

কালিবাড়ী গ্রামের পারভীন আক্তার জানান, আমার অনেক কষ্টের ১০ লাখ টাকা এই সমিতিতে জমা রেখেছি। আমার মত অনেক মানুষ এখানে টাকা জমা রেখে এখন সর্বশান্ত। সব মিলে তারা এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা নিয়ে অফিসে তালা দিয়ে লাপাত্তা হয়ে গেছে।

একই গ্রামের নবু বেপারী বলেন, অধিক মুনাফার আশায় ১৪ লাখ টাকা রেখেছিলাম। আমার মতো আরও অনেকেই টাকা রেখেছিলো।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, এখনও লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।

Theme Customized By Shakil IT Park