মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ সজিব মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (০৫ মে) রাত ১০টার দিকে সিংগাইর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজিব মন্ডলের বাড়ি উপজেলার জার্মিত্তা গ্রামে। সে ওই গ্রামেরই রবি মন্ডলের ছেলে।
বিজ্ঞাপন
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, “ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে সজিব মন্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ১০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদের বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।”
Leave a Reply