এবারের ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও সুপারস্টার শাকিব খান – শবনম বুবলী অভিনীত “লিডার, আমিই বাংলাদেশ”। মুক্তি পাওয়ার পূর্বেই টিজার, দুটি গান ও ট্রেলার নিয়ে বেশ আলোচনায় ছিলো সিনেমাটি।তাইতো মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি দেখতে প্রতিটি হলেই দর্শকদের উপচে পড়া ভীড় ।অনেক হলে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে দর্শক।
দর্শকদের এই ভালোবাসার মর্যাদা দিতে প্রায় প্রতি দিনই বিভিন্ন হলে গিয়ে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখছেন প্রযোজকসহ অভিনেতারা।
শুক্রবার(২৮শে এপ্রিল) নায়িকা শবনম বুবলি বেশ কয়েকটি হলে দর্শকদের সাথে বসে নিজে অভিনিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি দেখেন।তারই ধারাবাহিকতায় রাত ৯ টার শো দেখতে আসেন মানিকগঞ্জ নবীন সিনেমা হলে।বুবলী আসার খবরে হলে আগে থেকেই দর্শকদের ছিলো উপচেপড়া ভীড়।এসময় হল কর্তৃপক্ষ ও দর্শকরা তাকে বরণ করে নেন। দর্শক সারিতে বসে সিনেমা দেখেন বুবলী।
এক প্রতিক্রিয়ায় শবনম বুবলী জানান,‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার প্রতি দর্শকের ভালোবাসা দেখে আমি সত্যি ভীষণ আনন্দিত।অনেক অনেক কৃতজ্ঞতা সবার প্রতি।
প্রসঙ্গত, সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।এতে শাকিব খান ও বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমূখ।
Leave a Reply