মানিকগঞ্জে পৃথক তিনটি অভিযানে ৪ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকার ৪৫ গ্রাম হেরোইন ও ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ।
মঙ্গলবার(২৫শে এপ্রিল) বিকেলে সদর উপজেলার কাফাটিয়া খালপাড়ের জনৈক হাবিবুর রহমানের মুদি দোকানের সামনে থেকে শরিফ ওরফে সোহেল(৩০) ও সোহেল রানা ওরফে সোহেল ইমতিয়াজ(২৯)দ্বয়কে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এসময় তাদের সাথে থাকা ২১(একুশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত শরিফ ওরফে সোহেল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল(ধল্লা) গ্রামের সোনা মিয়ার ছেলে ও সোহেল রানা ওরফে সোহেল ইমতিয়াজ কাফাটিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।
একই তারিখ রাতে পৃথক আরেকটি অভিযানে সিংগাইর থানাধীন গোবিন্দল সাকিনস্থ গোবিন্দল ভোর বাজার জনৈক খলিল মিয়ার মিষ্টির দোকানের সামনে হতে মোঃ সোহাগ দেওয়ান (৩৭),মোঃ মিলন শেখ (২৬)দ্বয়কে ২৪(চব্বিশ) গ্রাম হেরোইনসহ আটক করা হয় ।
আটককৃত মোঃ সোহাগ দেওয়ান ওই এলাকার খালেক দেওয়ানের ছেলে ও মিলন শেখ একই গ্রামের মোঃ ইদ্রিস শেখের ছেলে ।
একই তারিখে পৃথক আরেকটি অভিযানে সদর থানাধীন পাঞ্জনখাড়া সাকিনস্থ বাংলাদেশ হাট সংলগ্ন গ্রামীন ব্যাংক গড়পাড়া শাখা’র সামনে থেকে মোঃ স্বপন হোসেন (৩২), পিতা-মৃত জিগির আলী, সাং-পাঞ্জনখাড়া ও মোঃ সোলাইমান ওরফে সোলাই (২৩), পিতা-আঃ লতিফ, সাং-জয়রা (মধ্যপাড়া), উভয় থানা-মানিকগঞ্জ সদর জেলা-মানিকগঞ্জ দ্বয়কে ১১০(একশ’ত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ডিবি পুলিশের একটি আভিযানিক দল।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, “ গোপন সংবাদের ভিত্তিতে সদর ও সিংগাইরে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকার ৪৫ গ্রাম হেরোইন ও ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক কারবারিকে আটক করা হয়েছে ।এ ঘটনায় এ মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ৩টি মামলা হয়েছে ।”
Leave a Reply