মানিকগঞ্জে ৫ লাক্ষ টাকার হেরোইনসহ দুই কারবারি গ্রেফতার
আপডেট সময় :
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
নিজস্ব প্রতিনিধি.
মানিকগঞ্জে ৫ লাক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ১২ এপ্রিল রাতে পৌর এলাকার চর হিজুলী আমবালা কোল্ড-স্টোরেজ এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার পৌরসভার দাশড়া এলাকার মোঃ আবিদ খান ও মালঞ্চ গ্রামের মোঃ চঞ্চল মাহমুদ। এদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধিন রয়েছে। এরা জামিনে বের হয়েই পুনরায় মাদক কারবার শুরু করেছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারকারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৫ লাক্ষ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
Leave a Reply