মানিকগঞ্জে খুঁটি পুঁতে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
নিজস্ব প্রতিনিধি.
মানিকগঞ্জ সদর উপজেলায় সরকারী রাস্তায় সিমেন্টের খুঁটি পুঁতে রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে।এতে চরম দূর্ভোগে পড়েছেন রাস্তা দিয়ে চলাচলকারী সহস্রাধিক মানুষ।
উপজেলার জাগীর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাইচিল গ্রামের সাইজুদ্দিনের বাড়ি হতে গুড়কি পর্যন্ত সরকারী অর্থায়নে নির্মিত মাটির রাস্তার মাঝখানে পুঁতা হয়েছে সিমেন্টের খুঁটি ।
অভিযুক্ত ব্যক্তির নাম লাল মিয়া । তিনি পৌর এলাকার ২ নং ওয়ার্ডের উচুটিয়া গ্রামের হায়াত আলীর ছেলে ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আসলামের বাড়ির সামনে জনগনের চলাচলের জন্য সরকারী অর্থায়নে নির্মিত মাটির রাস্তার মাঝখানে পুঁতে রাখা হয়েছে ১০টি সিমেন্টের খুঁটি ।এতে প্রায় পুরো রাস্তাটিই বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো রাস্তাটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার ।এই রাস্তা দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার মানুষ চলাচল করে ।আগে পায়ে হাটাও কষ্টকর ছিলো ।সরকারী ভাবে রাস্তাটি সংস্কার করায় এখন মোটরসাইকেল থেকে শুরু করে ব্যাটারি চালিত হ্যালোবাইক,অটোরিক্সা,ভ্যান গাড়ীও চলাচল করতে পারে ।কিন্তু রাস্তার মাঝখানে খুঁটি পুতে দেয়ায় এখন ভোগান্তি পোহাতে হচ্ছে ।
স্থানীয়রা জানায়,রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমরা চরম বিপাকে আছি। লাল মিয়া গ্রামবাসীর কোন নিষেধ শোনেনি। নিজের জায়গা দাবি করে হঠাৎ রাস্তায় খুঁটি পুতে বন্ধ করে দিয়ে গেছেন।
সরকারি সম্পত্তি দখল করতেই রাস্তাটি বন্ধ করেছে বলে অভিযোগ করে স্থানিয় কয়েকজন জানান, মাননীয় প্রধান মন্ত্রী জনগনের কষ্ট লাঘব করতে প্রত্যন্ত অঞ্চলে রাস্তা-ঘাট নির্মান করে দিয়েছে । আর লাল মিয়া সেই সরকারী রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার এই কাজের যথাযথ বিচার চাই ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান,এখানে বসবাসরত সবাই শান্তিপ্রিয় ও কর্মজীবী মানুষ।কৃষি কাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। যে ব্যক্তি রাস্তাটি বন্ধ করেছেন, তিনি একজন প্রভাবশালী ও দালাল শ্রেণির লোক ।তার এই কাজে বাধা দিতে গেলে সে মারধরের হুমকি সহ ডিসি এস.পি’র ভয় দেখায়।
অভিযোগের বিষয়ে কথা বলতে লাল মিয়ার মুঠোফেনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি ।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আবুল হোসেন বলেন,“ আমি বিষয়টি শোনার পর ঘটনাস্থলে গিয়ে লাল মিয়াকে ফোন করে আসতে বলেছিলাম । সে বলেছে আমি চেয়ারম্যান-মেম্বার গুনিনা । ডিসি-এসপি আমার পরিচিত ।যা খুশি তাই করবো । পারলে আমাকে ফিরাইয়ো ।”
আবুল হোসেন আরো বলেন, “বিষয়টি আমি আমার চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি । এখন এলাকা থেকে গণসাক্ষর তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবো । আমরা শান্তি প্রিয় মানুষ । আমরা আইনি ভাবেই মোকাবিলা করবো।আশা করি ইউএনও স্যার এর সঠিক একটি সমাধান করে দিবেন ।”
Leave a Reply