মানিকগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলাকারী সেই ছাত্র গ্রেফতার
আপডেট সময় :
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
মানিকগঞ্জ.
মানিকগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় ওই স্কুলের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদকে গ্রেফতার করেছে র্যাব ৪, মানিকগঞ্জ সিপিসি ৩।
সোমবার (১০ই এপ্রিল) ভোরে ঢাকা মহানগরীর বাড্ডা থানা এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে র্যাব।
সোমবার বিকেলে মানিকগঞ্জ র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাব ৪, মানিকগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন।
এর আগে গতকাল রবিবার (৯ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকায় ওই প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত রাজু আহমেদ উপজেলার খাবাশপুর আদর্শ কলেজের দপ্তরী শহিদুল ইসলামের ছেলে। সে মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়তো। হামলার শিকার মিজানুর রহমান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, রাজু আহমেদ ২০২২ সালে মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশোনা করার সময় স্কুলের নিয়ম-শৃঙ্খলা অমান্য করে চলত । এছাড়া বিদ্যালয়ের শিক্ষকসহ সকলের সাথে খারাপ আচরণ ও পরিক্ষায় অসদুপায় অবলম্বন এবং প্রায় সময়ই ছাত্রীদের উত্যক্ত করতো। এনিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। পরে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এতে রাজু স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের উপর ক্ষিপ্ত হয়।
এরই জেরে গত রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ব্যক্তিগত কাজে বালিরটেক বাজারে আসা মাত্রই পেছন থেকে রাজু ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা মিজানুর রহমানকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়।
Leave a Reply