ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় পিষ্ঠ হয়ে চঞ্চল মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহত চঞ্চল মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চর নারান্দিয়া এলাকার আবু সাইদের ছেলে।
জানা গেছে, চঞ্চল মোল্লা ফরিদপুর থেকে ঢাকার দিকে যাওয়ার পথে ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌছালে তার বিপরীত দিক থেকে আসা মিল্ক ভিটা দুধ বহনকারী ট্রাকের নিচে মোটরসাইকেলসহ পড়ে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, একটি ট্রাকের চাপায় ওই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় নিশ্চিত হয়ে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply