বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত কিশোরের নাম ইমরান হোসেন ইমন। সে সিংগাইর উপজেলার পাচপাড়া গ্রামের খোরশেদ আলী ওরফে শুকুর আলীর ছেলে।
জানা যায়, গত ১৫ই ফেব্রুয়ারী বিকেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটির মুখ চেপে ধরে এক প্রতিবেশীর নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে নিয়ে যায় কিশোর ইমরান হোসেন ইমন। এরপর শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ইমন। এ ঘটনায় প্রতিবন্ধী শিশুটির পরিবার স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে পরবর্তীতে থানায় মামলা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Leave a Reply