মানিকগঞ্জে পৃথক চারটি অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ ।এসময় তাদের সাথে থাকা ৪ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা বাজারমূল্যের ৪০ গ্রাম হেরোইন ও ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
বুধবার(৫ এপ্রিল) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাঙ্গালা, সদর উপজেলার ভুল জয়রা ও গোলড়া চরখন্ড এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলো সিংগাইর উপজেলার ব্রি কালিয়াকৈর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, একই গ্রামের আবুল হোসেনের ছেলে রাকিব হোসেন, বাইমাইল গ্রামের ইউসুফ আলীর কন্যা ববিতা আক্তার, পারিল নওয়াদা গ্রামের আব্দুস সামাদের ছেলে সুজন, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের ইমাম আলীর ছেলে চঞ্চল মিয়া, মানরা গ্রামের আ: রবের ছেলে জীবন মিয়া ও সাটুরিয়া উপজেলার জান্না গ্রামের হালিম মিয়ার ছেলে শাকিল ওরফে চঞ্চল।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ৪ টি মামলা হয়েছে।
Leave a Reply