স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছেন মোঃ গিয়াস উদ্দিন নামের এক ব্যাক্তি। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ গিয়াস উদ্দিন একটি বেসরকারি এনজিও সংস্থা ‘আশা’র জেলা ম্যানেজার পদে মানিকগঞ্জে কর্মরত আছেন। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিশ্ববাধ গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।
মামলার বাদী তার স্ত্রী আফসানা খানম ঢাকা জেলার মিরপুর পল্লবি থানার বাসিন্দা। গিয়াস-আফসানা দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, ঢাকা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রী আফসানা খানম একটি মামলা করেন স্বামী মোঃ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। ওই মামলার গ্রেফতারী ওয়ারেন্টের ভিত্তিতে বুধবার রাতে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
এ ব্যাপারে মামলার বাদী আফসানা খানম বলেন, আমাদের বিয়ে হয় ১৯৯৪ সালের ২৮ শে অক্টোবর । বিয়ের পর থেকেই বিভিন্ন সময় আমার স্বামী আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। তিনি আমাদের সন্তানের পড়ালেখার খরচ ও সাংসারিক কোন খরচ বহন করে না।তার যথাযথ শাস্তি হওয়া উচিত, তার মতো খারাপ লোক আর কে হতে পারে? বলতে বলতে কেঁদে ওঠেন ওই গৃহবধূ।
মানিকগঞ্জ সদর থানা সুত্রে জানাযায়, ‘আশা’র জেলা ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply