মানিকগঞ্জে নীতিমালা উপেক্ষা করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ
আপডেট সময় :
শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সদর উপজেলায় নীতিমালা উপেক্ষা করে ‘জাগীর-কৃষ্ণপুর(জে.কে) উচ্চ বিদ্যালয়ের’ ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের নির্দেশনা থাকলেও তা গোপন রেখে সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের করা দূর্নীতি ধামাচাপা দিতে গঠনতন্ত্র উপেক্ষা করেই পছন্দের লোকজন দিয়ে একটি ম্যানেজিং কমিটি গঠন করেছেন।
গঠনতন্ত্র অনুযায়ী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে ৬ মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করে অ্যাডহক কমিটি থাকাকালিন নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের কথা থাকলেও নির্বাচনের জন্য ঘোষিত তফসিল গোপন রেখে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সু-কৌশলে ও গোপনে প্রচার-প্রচারনা ছাড়াই মোঃ আবুল কালামকে সভাপতি করে একটি ম্যানেজিং কমিটি গঠন করেন।
ছাত্র-ছাত্রীদের নির্বাচন সংক্রান্ত কোন নোটিশ না দিয়ে বরং অপরিচিত কাউকে বিদ্যালয়ের বিষয়ে কোন তথ্য দিতে নিষেধ করা হয়েছিলো ।যার ফলে বিদ্যালয়ের ৯০ ভাগ অভিভাবক কমিটি গঠনের বিষয়টি জানেননা।
এবিষয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মালেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ও অবৈধ কমিটি বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
পরিচয় গোপন রাখার শর্তে বিদ্যালয়ের কিছু ছাত্র-ছাত্রী বলেন,“ নতুন কমিটি গঠন করার জন্য আমাদেরকে কোন নোটিশ দেয়া হয়নি।আমরা শুধু শুনেছি নতুন কমিটি হয়েছে যার সভাপতি হয়েছে আবুল কালাম ।”
স্থানীয়রা জানান, দুর্নীতি করে প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠন করেছেন। একটি মানুষ যদি নিজেই অপরাধ ও দুর্নীতিমুক্ত না হন তাহলে বিদ্যালয়কে কিভাবে দুর্নীতিমুক্ত করবেন। প্রধান শিক্ষকের এ ধরনের হঠকারি ও দুরীভসন্ধিমুলক কর্মকান্ডের জন্য আমরা এলাকাবাসি চরম হতাশাগ্রস্ত ও ক্ষুব্ধ। এই বিদ্যালয়ের উন্নতি কল্পে এবং অনিয়ম ও দুর্নীতি রোধ করতে খুব শিঘ্রই তফশিল ঘোষনা করে এলাকাবাসিকে একটি স্বচ্ছ কমিটি উপহার দেবার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
একাধিক অভিভাবক বলেন, প্রধান শিক্ষকের সীমাহীন আর্থিক দুর্নীতি ধামাচাপা দিতে এ পকেট কমিটি গঠন করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের প্রতিটা সেক্টরের দুর্নীতি কঠোরহস্তে দমন করে দেশকে উন্নয়নের রোল মডেলে নিয়ে যাচ্ছেন, তখন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কার ইশারায় এইরুপ অবৈধ মনগড়া পকেট কমিটি প্রস্তুত করে সেটাকে বৈধতা দেবার অপচেষ্টা করছেন সেটা অনুসন্ধান করে জড়িতদের যথাযথ শাস্তি দিয়ে অবিলম্বে এই কমিটি বাতিল করে পূণরায় সুষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠন করতে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কোন কথা বলতে রাজি হননি ।তবে বর্তমান সভাপতি আবুল কালাম মুঠোফোনে বলেন,অভিযোগ করেছে,তদন্ত করে যা হয় হবে ।আমি কিছু বলতে পারবোনা ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জ্যোতিশ্বর পাল বলেন,“ অভিযোগ পেয়েছি ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তভার দেয়া হয়েছে । তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নিয়ে সুষ্ঠ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পূণরায় ম্যানেজিং কমিটি গঠন করতে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
Leave a Reply