মানিকগঞ্জে কিশোরী হত্যা মামলায় দিনমুজুরের মৃত্যুদণ্ড
আপডেট সময় :
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
মানিকগঞ্জ.
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক কিশোরীকে হত্যার দয়ে আবুল হোসেন (৪৫) নামের এক দিনমজুরকে ২০ হাজার টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামি আবুল হোসেনের উপস্থিতে এ রায় দেন।
হত্যার শিকার কিশোরীর নাম বৃষ্টি আক্তার (১৫)। সে হরিরামপুর উপজেলার সফরদি নগর এলাকার রমজান আলীর মেয়ে। আবুল হোসেন একই এলাকার মৃত হাসমত আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ওই কিশোরীকে বিয়ে করতে চেয়ে ব্যর্থ হয়ে ২০১৭ সালের ৫ নভেম্বর দুপুরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান আবুল হোসেন। পরে ঘটনার দিন রাতে আবুল হোসেনকে অভিযুক্ত করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন কিশোরীর মা আকলিমা আক্তার। দুদিন পর হরিরামপুর থেকেই আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০১৮ সালের ১০ জুলাই তৎকালীন হরিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা কহিনুর ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আবুল হোসেন দোষী প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম রায়ের বিষয়টি নিশ্চিত করে সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী মতিউর রহমান আঙ্গুর উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply