মানিকগঞ্জের শিবালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ওরস উৎযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বাউল মেলা। এ উপলক্ষে শিবালয় উপজেলার চর চারিপাড়া গ্রামের বাউল নগর হাজরাতলা “নূর মেহেদী দরবার শরিফে” হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
গত বুধবার (৮ ফেব্রুয়ারী) শুরু হওয়া বাউল মেলা শেষ হয় শুক্রবার রাতে। জাতি, ধর্ম, দল-মত নির্বিশেষে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত-অনুরাগী এই অনুষ্ঠানে যোগ দেন।
মানিকগঞ্জের বাটুইমুড়ী শাহী মঞ্জিলের পির হারুনুর রশীদের কাছ থেকে খেলাফতপ্রাপ্ত হন বাউল কবি নূর মেহেদী আঃ রহমান শাহ্ ।
অনুষ্ঠানের প্রথম দিন ৮ই ফেব্রুয়ারী বুধবার বাদ আছর মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করা হয়। বাদ এশা দরবারী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় বাউল কবি নূর মেহেদী আঃ রহমানের রচিত বাউল সংগীত পরিবেশন করা হয়।
৯ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার আলামিন সরকার ও বেবী নাদীয়ার পরিবেশনায় মঞ্চায়িত হয় রাধা-কৃষ্ণের পালা ।
অনুষ্ঠিত বাউল মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে বাউলভক্তরা যোগ দেন।
মেলায় আসা এক বাউল বলেন, ‘এখানে সব ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি ও ধরণীর মঙ্গলার্থে প্রার্থনা করা হয়। আমরা গানের মাধ্যমে সেই বার্তা সবার মধ্যে পৌঁছে দিচ্ছি।’
মেলার উদ্দেশ্য নিয়ে বর্তমান গদিনশিন বাউল কবি নূর মেহেদী আঃ রহমান বলেন, ‘মানুষের চেতনায় মানবতাবোধ জাগ্রত করাই এই বাউল মেলার মূল লক্ষ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই মেলা উন্মুক্ত।’
ওপরদিকে ওরস ও বাউল আসরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় মেলা। সেখানে কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ-বাঁশ ও মাটির তৈরি শিল্পসামগ্রী, মিষ্টির দোকানসহ নানা রকমারি পণ্য ছিল।
Leave a Reply