মানিকগঞ্জে ককটেল ও জিহাদী বইসহ দুই জামায়াত নেতা গ্রেফতার !
আপডেট সময় :
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার ‘ তালিমুল কোরআ ‘ নামক মাদ্রাসার ভেতর পরিত্যক্ত টিনের ঘরে গোপন বৈঠক চলাকালে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা জামায়াতের আমীর দেলোয়ার হোসেনের বাড়ীতে স্থাপিত একটি পরিত্যক্ত মাদ্রাসার ভেতর জামায়াতের কতিপয় লোকের গোপন বৈঠক করছিল। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে সাটুরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে সোহরাব হোসেন ও আজাহারুল ইসলাম নামের দুইজনকে আটক করে।তারা জামায়াতের ইউনিয়ন শাখার রোকন ও সাবেক সেক্রেটারী বলে স্বীকার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়।
জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
এসময় তিনি জানান, রাষ্ট্র বিরোধী কর্মকান্ড ও ধংসাত্ত্বক কর্মকান্ডের উদ্দেশ্য তারা কয়েকদিন যাবত এই বৈঠক করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের তথ্যমতে, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা বানানোর সরঞ্জাম, জিহাদী বই, চাঁদা উঠানোর রশিদ, হোয়াইট বোর্ড, রান্না করার পাতিল, থালা, চেয়ার, মোটরসাইকেলসহ আনুষঙ্গিক জিনিস উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতা আইনে মামলা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, গ্রেফতারকৃতরা একসাথে জমায়েত হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করতেছিলো বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তবে অধিক তদন্ত ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply