দোকানে ঢুকে ফিল্মী কায়দায় ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা
আপডেট সময় :
বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
নিজস্ব প্রতিনিধি.
মানিকগঞ্জে মোটর পার্টসের দোকানে ঢুকে ফিল্মী কায়দায় ব্যবসায়ী শেখ সোহান উদ্দিনকে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে কিশোর গ্যাং এর সদস্যরা।
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চেগারঘোনা বাজারের “সোহান মটরর্স” নামের একটি পার্টসের দোকানে এ ঘটনা ঘটে । ভূক্তভূগী শেখ সোহান উদ্দিন একই গ্রামের শেখ তমিজ উদ্দিনের ছেলে ।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ তমিজ উদ্দিন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
দোকানটিতে থাকা সিসি টিভি ফুটেজে দেখা যায়, নবাবগঞ্জের শিকারী পাড়া ইউনিয়নের মনিকান্দা গ্রামের শ্রাবনের নেতৃত্বে আশিক, আবু বক্করসহ অজ্ঞাত ৮/৯ জন কিশোর গ্যাং সদস্যরা রাম-দা, কুড়াল, ছুড়ি,চাইনিজ, কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্র সস্ত্র সহকারে দোকানের ভেতর প্রবেশ করে আক্মস্বিক ভাবে সোহানের ওপর এলোপাথারী হামলা চালায় এবং দোকান ভাংচুর করতে থাকে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে সোহান জ্ঞান হারিয়ে নুয়ে পড়লের্ লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দোকান থেকে দ্রুত বের হয়ে যায় ।
আপর দিকে দেখা যায় দুর্বৃত্তরা হামলার পূর্বে দেশীয় অস্ত্রের মহরা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাংচুর ও চিৎকারের শব্দে বাজার ও আশ-পাশে কয়েকটি গ্রামের মানুষ জড়ো হলে হামলাকারীরা ৮/১০টি মটরসাইকেল যোগে পালিয়ে যেতে থাকে। এসময় উপস্থিত জনতা তাদের ধাওয়া করলে অবস্থা বেগতিক দেখে বন্দুক ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তিনটি মটরসাইকেল রেখেই পালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অন্য দিকে মসজিদের মাইকে ‘বাজারে ডাকাত ঢুকেছে’ বলে মাইকিং করা হলে গ্রামের সহস্রাধীক মানুষ জড়ো হয় বাজারে। এসময় উত্তেজিত গ্রামবাসী হামলাকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল তিনটিতে আগুন জ্বালিয়ে দেয়।
Leave a Reply