“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ফোরামের প্রথম কার্যকরী সভা।
শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা ও জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান ,পিপিএম-বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল নুরজাহান লাবনী, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলু, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু ও পৌর মেয়র মোঃ রমজান আলীসহ মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় মানিকগঞ্জ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও জঙ্গী দমনে সচেতনতামূলক বিষয় নিয়ে বিভিন্ন আইনি দিকর্-নির্দেশনামূলক আলোচনা করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
Leave a Reply