মানিকগঞ্জে ৩০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার ১
আপডেট সময় :
বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
মানিকগঞ্জ প্রতিনিধি.
প্রতারণারমাধ্যমেপ্রায়৩০কোটিটাকাআত্মসাৎকরারঅভিযোগেমোঃআব্দুররাজ্জাক (৫৫) নামেরএকপ্রতারককেগ্রেফতারকরেছের্যাব-৪ এরসিপিসি–৩,মানিকগঞ্জ। গ্রেফতারকৃত প্রতারক আব্দুর রাজ্জাক সদর উপজেলার মিতরা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ।
গত সোমবার (৯ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জের বিজয় মেলার গেট থেকে তাকে গ্রেফতার করা হয় ।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এরসিপিসি–৩,মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ আরিফ হোসেন।
আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর একাধিক ইটভাটা আছে। উক্ত ইটভাটা হতে স্বল্পমূল্যে ইট বিক্রির প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সহজ সরল মানুষের নিকট থেকে মোটা অংকের টাকা দাদন হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে ওই সকল ব্যক্তিরা তাদের দাদন বাবদ প্রদত্ত টাকার ইট সরবরাহ করার জন্য বললে উক্ত আসামী বিভিন্ন রকম তালবাহানা শুরু করে এবং আত্মগোপনে চলে যায়। ইতোপূর্বে ভুক্তভোগী ব্যক্তিরা টাকা উদ্ধারের জন্য মানিকগঞ্জ সদর থানা ও আদালতে আসামীর বিরুদ্ধে ২০টিরও অধিক মামলা দায়ের করলেও উক্ত আসামী বিভিন্ন কৌশলে আদালত হতে জামিন নিয়ে পুনরায় একই ধরণের প্রতারণা অব্যাহত রাখে।
তার এই অভিনব প্রতারণায় ভুক্তভোগী হয়ে প্রায় ২০/২৫ জন ভুক্তভোগীরা র্যাব-৪ এরসিপিসি–৩,মানিকগঞ্জ ক্যাম্পে হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে উক্ত অভিযোগের সত্যতা যাচাই এবং আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য অত্র ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে উক্ত প্রতারকের অবস্থান সনাক্তপূর্বক মানিকগঞ্জ সদর থানা এলাকার বিজয় মেলা মাঠের গেট থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ।
এঘটনায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলে জানান র্যাব-৪ এরসিপিসি–৩,মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ আরিফ হোসেন।
Leave a Reply