মানিকগঞ্জ.
মানিকগঞ্জ পৌর এলাকার পটল বিল ময়দানে আগামীকাল ৪ জানুয়ারী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী তা’লিমে ইসলামের বিশ্ব ইজতেমা।
আগামী ৭জানুয়ারী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা ।
৩ জানুয়ারী মঙ্গলবার বিকেল থেকেই দেশের নানা প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হচ্ছে ইজতেমা ময়দানে। তাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও মাঠে কাজ করছে প্রায় অর্ধ-শতাধীক স্বেচ্ছাসেবক দল ।
ইজতেমা পরিচালনা ও আখেরি মোনাজাত করবেন অধ্যাপক মুহাম্মদ আযহারুল ইসলাম ছিদ্দিকী (রাহ.) এর প্রধান খলিফা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক হযরত মাওলানা মুফতি ডক্টর মুহাম্মদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী।
এছাড়াও বয়ান করবেন দেশ-বিদেশ থেকে আসা দেশবরেন্য আলেম ওলামায়েকেরামগণ।
ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিবছর লাখো মানুষ জড়ো হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির-আজগারসহ ধর্মীয় আলোচনায় অংশ নেন।
ইজতেমা আয়োজক সূত্র জানায়, ৩দিন ব্যাপী এই ইজতেমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর সান্নিধ্য, ইসলাম ও অন্যান্য ধর্মের আলোচনাসহ ইলমে শরীয়ত ও ইলমে মা’রিফাতের বয়ান ।
এছাড়াও তা’লিমে জিকির, কুরআন শরীফ ও নামায শিক্ষার ব্যবস্থা, তাফসিরুল কুরআন, দারসে হাদিস, ত্বাহারত এবং সুন্নাতের উপর ইসলামী জিন্দেগীর ব্যবহারিক শিক্ষাসহ ইসলামী হামদ-নাত,গজল ।
ইজতেমার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে চিশ্তিয়া ছাবিরিয়া তরীক্বার ২১টি ছবকের ম্যাধমে আধ্যাতিক মহাসাধনা। তা’লিমের মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি ঘটিয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে মহাষ্ট্রার সান্নিধ্য লাভ করাই এ ইজমেতার প্রধান লক্ষ্য বলে জানান আয়োজকরা।
জেলা পুলিশ সূত্র জানায়,আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি মাঠে কাজ করবে র্যাবসহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখা । এছাড়াও যে কোন ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে প্রস্তুত রয়েছে পুলিশ ।
Leave a Reply