যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শুরু হয় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ। প্রথমে জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা মুক্তিযুদ্ধ সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, সিভিল সার্জনের অফিস, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ পৌরসভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা তথ্য অফিস, মানিকগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ প্রেসক্লাব, জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে বন্যার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালীর নেতৃত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
Leave a Reply