1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন

আজ থেকে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে নতুন ৩ বিচারপতি

  • আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

ডেস্ক রিপোর্ট.

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি আজ রোববার (১১ ডিসেম্বর) থেকে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রোববারের আপিল বিভাগের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। তিন বিচারপতি হলেন, মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন।

এতদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগে ছয় জন বিচারপতি ছিলেন। এর মধ্যে মুহাম্মাদ ইমান আলী ছুটিতে রয়েছেন। এতদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এর মধ্যে ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

আপিল বিভাগের এক নম্বর কোর্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে দায়িত্ব পালন করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

আপিল বিভাগের দুই নম্বর কোর্টে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

আপিল বিভাগের তিন নম্বর কোর্টে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park