আব্দুল আল রাকিব.
মানিকগঞ্জের সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার(১৪ নভেম্বর ২০২২) আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। আটককৃতরা হলো- মোঃ নাঈম মিয়া (২৬), মোঃ শমসের আলী (৩৬), মোঃ রাশিদুল ইসলাম ওরফে সেন্টু (৩৩), শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে ওসি (ডিবি) মোশাররফ হোসেন বলেন, ১৩ ও ১৪ নভেম্বর এসআই মো. নাজমুল আলম, এসআই সৈয়দ আজহারুল ইসলাম ও এসআই মোঃ বিল্লাল হোসেন ভূঞা পৃথক অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
Leave a Reply