নিহত মো. নূরুল ইসলাম (৩৫) ওই ইউনিয়নের সন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, প্রতিদিন সন্ধ্যা হলেই পাশের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। এর জন্য নিহত কৃষক নূরুলসহ বেশ কয়েক জন ক্ষেতের কাছাকাছি অবস্থান নেয়। সোমবার রাত ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্য হাতির পাল নেমে এলে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন তারা। এসময় কৃষক নূরুলকে হাতি মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply