আব্দুল আল রাকিব .
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে দুই লক্ষ টাকার মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সিংগাইর পৌরসভার গোবিন্দল এলাকার ঋষিপাড়া থেকে সোমবার মধ্যরাতে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, পৌরসভার গোবিন্দল এলাকার ফরহাদ মিয়ার ছেলে লিটন মিয়া। অপরজন একই এলাকার বিনোদপুরের শাহজাহান মিয়ার ছেলে। তার নামও লিটন মিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে ২০ গ্রাম হেরোইন পাওয়া যায় যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলার চলমান রয়েছে।
তারা পেশাদার মাদক বিক্রেতা বলেও তিনি জানান।
Leave a Reply