“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস।
সোমবার সকাল সাড়ে নয়টায় মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতাল প্রাঙ্গাণে মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে দিবসটি উপলক্ষে নতুনদেরকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ দেন। এসময় প্রায় ১০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করেন। পরে মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল থেকে আনন্দ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সমাবেশে যোগদান করেন ।
এসময় জেলা প্রশাসক ও জেলা ডায়াবেটিক সমিতি সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বের এক বিশাল সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল সহ পরিচালক ডা.হাসান মাহমুদ হাদি, কার্যকারী সদস্য মিসেস নীনা রহমান, আরশেদ আলী বিশ্বাস, মাহাবুবুল আলম সুমন, মিঠুন রায় প্রমু।
Leave a Reply