মানিকগঞ্জের সিংগাইরে অভিযান পরিচালনা করে ৯০০(নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, যার মূল্য আনুমানিক ২,৭০,০০০/-(দুই লক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধারসহ ০২জন মাদক কারবারী করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
শনিবার(৫ নভেম্বর)রাতে উপজেলার মধ্য সিংগাইর এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় ডিবির আভিযানিক দল সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২,৭০,০০০/-(দুই লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যের ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিংগাইর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply