1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন

স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত কথাটি কতটা সত্য?

  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

উত্তর: স্ত্রীর প্রতি স্বামীর হক বা স্বামীর আনুগত্য বিষয়ে অনেকে উপরের কথাকে হাদীস হিসেবে পেশ করে থাকে। যার আরবী হল, الجنة تحت أقدام الأزواج । কিন্তু এ শব্দ-বাক্যে কোনো হাদীস পাওয়া যায় না। সুতরাং এটিকে হাদীস হিসেবে বলা যাবে না। স্বামী-স্ত্রীর একের উপর অন্যের হক রয়েছে।

এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে কারীমে মৌলিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ. আর স্বামীদের যেমন তাদের (স্ত্রীদের) উপর ন্যায়সঙ্গত হক রয়েছে, তেমনি তাদেরও হক রয়েছে স্বামীদের উপর। সূরা বাকারা (২) : ২২৯

আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে স্বামী-স্ত্রীর হক তুলে ধরেছেন এবং স্বামীদেরকে স্ত্রীর হক আদায়ের ব্যাপারে সতর্ক করেছেন। বিদায় হজ্বের ভাষণে নবীজী বলেছেন, اتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ. তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় কর। ((সহীহ মুসলিম, হাদীস ১২১৮))

সাথে সাথে নারীদেরকে স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফযীলতও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন পাঁচ ওয়াক্ত নামায ঠিকমতো আদায় করবে, রমযানের রোযা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা,সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। ((সহীহ ইবনে হিব্বান, হাদীস ৪১৬৩))

আমাদের মনে রাখতে হবে যে, প্রত্যেক ব্যক্তির কর্মের উপর যার যার জান্নাত হবে। এবং যার যার হিসাব তাকেই দিতে হবে। সুতরাং যে ভালো আমল করবে সে হবে জান্নাতি,আর যে খারাপ আমল করবে সে জাহান্নামি হবে। তবে স্বামী যদি ভালো কাজের আদেশ করে তাহা মান্তে হবে। সুতরাং গুনাহের কাজ নয় এমন বিষয়ে স্বামীর আনুগত্য জরুরি। কিন্তু’স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ এটি হাদীস নয়।

লেখক:মাওলানা তাজুল ইসলাম সাবেরী,

সহকারী শিক্ষক,গাড়াকুল উসমানিয়া দারুল উলুম মাদ্রাসা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park