1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাওলানা মামুনুল হকসহ সকল মজলুম কারাবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকগঞ্জে মাদক উদ্ধার অভিযানে হামলার শিকার ডিবি; আটক ২ মানিকগঞ্জে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে অনিহা ও জুতা পায়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ মানিকগঞ্জে প্রায় আড়াই লক্ষ টাকার হেরোইনসহ আটক ৩ মানিকগঞ্জ আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি মেজবা, সম্পাদক বাহার মানিকগঞ্জে নীতিমালা উপেক্ষা করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ স্ত্রীর করা মামলায় কারাগারে স্বামী শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ মানিকগঞ্জে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস

এ মাসেই আকাশে পাখা মেলবে ‘এয়ার অ্যাস্ট্রো’ ‘ফ্লাই ঢাকা’ অনিশ্চিত

  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ডেস্ক রিপোর্ট.

চলতি নভেম্বরেই আকাশে পাখা মেলবে আরও একটি বেসরকারি নতুন বাণিজ্যিক উড়োজাহাজএয়ার অ্যাস্ট্রাফ্লাই ঢাকানামে অপর একটি প্রাইভেট এয়ারলাইন্স সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেলেও এটির যাত্রা অনিশ্চিত হয়ে গেছে। 

বৃহস্পতিবার দেশের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনা করার অনুমতি পেয়েছে ’এয়ার অ্যাস্ট্রা’। ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) লাভ করে এয়ার অ্যাস্ট্রা। এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ও অ্যাকাউন্টেবল ম্যানেজার ইমরান আসিফের কাছে এওসি হস্তান্তর করেন বেবিচক এর ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী। ফলে এখন ফ্লাইট পরিচালনায় আর কোনো বাধা নেই। এই নয়া এয়ারলাইন্সটিতে বিনিয়োগ করছেন জাপানপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও তার পরিবার।’ এয়ার অ্যাস্ট্রা’ বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য চারটি এয়ারক্রাফট লিজ নিচ্ছে। ইতিমধ্যে এটিআর ৭২-৬০০ মডেলের দুটি এয়ারক্রাফট তাদের বহরে যুক্ত হয়েছে। বাকি দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে। এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে জানানো হয়, ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটের আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানান, শুরুতে কক্সবাজার ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে। এখন আমাদের দুইটি উড়োজাহাজ আছে। নভেম্বর-ডিসেম্বরে আরও দুইটি উড়োজাহাজ আসবে। ১৪ নভেম্বরের পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যাত্রী পরিবহন শুরু হতে পারে। এয়ার অ্যাস্ট্রার প্রাথমিক পার্কিং স্টেশন হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প স্টেশন হিসেবে রাখা হয়েছে। তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের জন্য এই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে কোনো এয়ারলাইন্সকে জায়গা দেওয়ার সুযোগ সংকোচিত হওয়ায়  প্রয়োজন হলে রাতে সিলেট বিমানবন্দরে এয়ারক্রাফটগুলো রাখা হবে।

জানা গেছে, ২০২১ সালের মাঝামাঝি সময়ে বেবিচকের কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি ও ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেয় এয়ার অ্যাস্ট্রা। প্রাথমিকভাবে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করলেও করোনা পরিস্থিতি এবং বিমানবন্দরে উড়োজাহাজ রাখার স্থান সংকটের কারণে অপারেশন শুরু করতে দেরি হচ্ছে বলে জানা গেছে। বেবিচকের নিয়ম অনুযায়ী, কোনো এয়ারলাইন্সের ফ্লাইট শুরুর পর প্রথম এক বছর আবশ্যিকভাবে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। এক বছর পর আন্তর্জাতিক গন্তব্যে উড়ালের অনুমতি চাইতে পারে এয়ারলাইন্সগুলো।

এদিকে ফ্লাই ঢাকা’ প্রস্তাবিত প্রাইভেট এয়ারলাইন্সটি অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া ‘এওসি’র মেয়াদ শেষ হয়ে গেছে। বছরখানেক আগে পাওয়া এই ‘এওসি’ পাওয়ার পর উদ্যোক্তারা সামনে এগোতে পারেননি।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নতুন এয়ারলাইনস আসায় অপারেটরদের মধ্যে প্রতিযোগিতাও ভালো হবে। যাত্রীরা আরও কম খরচে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ আকাশপথে ভ্রমণ করেন, নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে ২৫ লাখের বেশি যাত্রী আকাশপথে ভ্রমণ করতে পারবেন দেশের ভেতরে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ রুটে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ২৫ বছরে দেশে ১০টি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করলেও এখন টিকে আছে মাত্র দুটি। এ সময়ের মধ্যে একে একে পাখা গুটিয়েছে অ্যারো বেঙ্গল, এয়ার পারাবত, রয়্যাল বেঙ্গল, এয়ার বাংলাদেশ, জিএমজি এয়ারলাইন্স, বেস্ট এয়ার, ইউনাইটেড এয়ার ও রিজেন্ট এয়ার। সর্বশেষ করোনার মধ্যে গত বছরের মার্চ থেকে ফ্লাইট বন্ধ রেখেছে আরেকটি এয়ারলাইন্স রিজেন্ট এয়ার। কয়েক দফা চালুর কথা বললেও আর ফ্লাইটে ফেরেনি এয়ারলাইন্সটি। বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে জিএমজি, রিজেন্ট ও ইউনাইটেড আন্তর্জাতিক ফ্লাইটও চালাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park