নিউজ ডেস্ক.
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ধানক্ষেত থেকে সাকিবুন নাহার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল দশটায় লতাচাপলী ইনিয়নের আলীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সাবিকুন নাহার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত ইমাম হোসেন মাঝির মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাকিবুন নাহার তার মায়ের সঙ্গে অভিমান করে আলীপুর বাজার থেকে নিখোঁজ হয়। পরে রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে। শুক্রবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ ভাসতে দেখেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
Leave a Reply