1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাওলানা মামুনুল হকসহ সকল মজলুম কারাবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকগঞ্জে মাদক উদ্ধার অভিযানে হামলার শিকার ডিবি; আটক ২ মানিকগঞ্জে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে অনিহা ও জুতা পায়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ মানিকগঞ্জে প্রায় আড়াই লক্ষ টাকার হেরোইনসহ আটক ৩ মানিকগঞ্জ আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি মেজবা, সম্পাদক বাহার মানিকগঞ্জে নীতিমালা উপেক্ষা করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ স্ত্রীর করা মামলায় কারাগারে স্বামী শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ মানিকগঞ্জে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস

নগর সম্মেলনে পুলিশি বাধা; প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

মুহাম্মাদ রমজান মাহমুদ.

জনক্ষোভ বিস্ফোরিত হলে সরকার পালানোর পথ পাবে না- যুব মজলিস মুখে রাজনৈতিক অধিকার প্রদাণের দাবি করলেও সরকার বিরোধী মতের লোকদের সভা-সমাবেশের অধিকার ছিনিয়ে নিচ্ছে, নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দিয়ে ক্ষোভ উস্কে দিচ্ছে। জনক্ষোভ বিস্ফোরিত হলে সরকার পালানোর পথ পাবে না।No description available.

বক্তারা বলেন, রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে বন্দি যুব মজলিস সভাপতি মাওলানা মামুনুল হককে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় সকল বাধা উপেক্ষা করে রাজপথে দূর্বার আন্দোলনের মাধ্যমে মুক্তি দিতে বাধ্য করা হবে।No description available.

শুক্রবার (৪ নভেম্বর) সকালে মতিঝিল ক্রীড়া সংস্থা মিলনায়তনে পুলিশি বাধায় ‘নগর সম্মেলন’ করতে না পেরে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন ।No description available.

নগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে সহসভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব মজলিস সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালি। সমাবেশে ঢাকা মহানগরীর বিভিন্ন থানার বিক্ষুব্ধ কর্মীরা অংশ নেয়।No description available.

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, আজকের সম্মেলন হলে হওয়ার কথা ছিল, বাধা দিয়ে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। সরকার চায় না আন্দোলন হোক, তাহলে কেন বাধা দিয়ে জনগনকে রাজপথে নামতে বাধ্য করে? সরকারকে বলতে চাই, আজ বিরোধী দলের প্রোগ্রামে জনগনের উপস্থিতি দেখতে পাচ্ছেন, এর সাথে তাওহীদি জনতার স্রোত মিলিত হলে মসনদ টিকাতে পারবেন কি না চিন্তা করুন।

No description available.

প্রধান বক্তা যুব মজলিস সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, যুগে যুগে মহান নেতাদের আটকে রেখে হকের আওয়াজকে বন্ধ করা যায়নি; বঙ্গবন্ধুকে আটকে রেখে বাংলাদেশের স্বাধীনতা রুখে দেওয়া যায়নি। মামুনুল হককে আটকে রেখেও জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াইকে রুখে দেওয়া যাবে না, তাঁর জনপ্রিয়তা কমবে না।

বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ বলেন, আজ চারিদিকে সবকিছুর শুন্যতা। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগনের নাভিশ্বাস উঠেছে। পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগনের মুক্তি হলেই মামুনুল হক মুক্ত হবে। তাই জনমুক্তি আন্দোলন গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা রাকীবুল ইসলাম বলেন, ডিএমপি কমিশনার কিছু দিন পূর্বে বিনা বাধায় সভা-সমাবেশ করার অনুমতি দেওয়ার কথা বললেও মতিঝিল ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে আমাদের নগর সম্মেলনের অনুমতি না দিয়ে প্রশাসন তাদের দ্বিমুখী আচরণ জাতির সামনে স্পষ্ট করেছে।

No description available.

তিনি বলেন, বর্তমান সরকার সকল সেক্টরে ব্যর্থ হয়েছে। দেশে খাদ্য সংকট তৈরি হয়েছে, চাকরি না পেয়ে ঘরে ঘরে বেকার যুবকের সংখ্যা বাড়ছে। জনবিচ্ছিন্ন সরকারকে ব্যর্থতার দায় নিয়ে দ্রুত পদত্যাগ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা নূর মুহাম্মাদ আজিজি, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, যুব মজলিস ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকি, নির্বাহী সদস্য মাওলানা আবুল হুসাইন, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, মাওলানা নেয়ামতুল্লাহ আমীন, মাওলানা জাকারিয়া আলফারুকী, মাওলানা আবুল খায়ের, মুহাম্মাদ মিজানুর রহমান, নারায়নগঞ্জ মহানগর সভাপতি মীর আহমদুল্লাহ, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হুসাইন, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

One response to “নগর সম্মেলনে পুলিশি বাধা; প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত”

  1. মাহদী হাসান says:

    মাশাআল্লাহ!
    সত্য উন্মোচনে তরুণ আলমদেরকে এভাবে অগ্রসর হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের কলম দ্বারা প্রতিহত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park