বন্যা দুর্গতদের পুনর্বাসনের অংশ হিসেবে সুনামগঞ্জে ২৩৪ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বুধবার (২ নভেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এর আগে সিলেট-সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারকে পুনর্বাসন, বন্যার্তদের মাঝে ১০ হাজার টনেরও বেশি ত্রাণ বিতরণসহ মানবিক সেবায় সবসময় অসহায়ের পাশে থেকেছে সংস্থাটি।
গত ১৬ অক্টোবর দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ফাউন্ডেশনের নতুন সেবাখাত ‘আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট’এর যাত্রা শুরু হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন মূলত একটি অলাভজনক, অরাজনৈতিক এবং মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।
সেবা, শিক্ষা ও দাওয়াহ- তিন বিভাগে কাজ করছে তারা। সারাদেশের ধর্ম-বর্ণ-নির্বিশেষে অসচ্ছল, দরিদ্র নারী-পুরুষকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ভূমিহীন পরিবারকে ঘর করে দেওয়া, বন্যা, নদীভাঙন বা প্রাকৃতিক নানা দুর্যোগ-দুর্ঘটনায় ত্রাণ বিতরণ করে থাকে সংস্থাটি। অনাথ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ মাদরাসাতুস সুন্নাহ নামে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে তাদের। তাদের এমন বহুমুখী সেবার মাধ্যমে জনগণ উপকৃত হচ্ছেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের আলোচিত একজন ইসলামি ব্যক্তিত্ব। তার উদার ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে। এছাড়া টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবে তার তথ্যনির্ভর ও গবেষণাধর্মী আলোচনা বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
তিনি ইসলামের আলোকে সমসাময়িক নানা সমস্যার বিশ্লেষণ করে থাকেন। ইতিবাচক ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বিশুদ্ধ ও মার্জিত ভাষায় উপস্থাপিত তার আলোচনায় অসংখ্য শ্রোতা ও দর্শক উপকৃত হচ্ছেন।
Leave a Reply