ছাত্রী ধর্ষণের অভিযোগে বগুড়ায় কলেজ শিক্ষক গ্রেফতার
আপডেট সময় :
বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
নিজস্ব প্রতিনিধি.
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বগুড়ায় এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ । ধর্ষণের শিকার কলেজছাত্রী (২২) মঙ্গলবার রাতে শিক্ষক জিন্নাতুলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা করেন। এর আগে সন্ধ্যার দিকে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে শহরের চকসূত্রাপুর রানার সিটি হাউজিংয়ের নিজ বাড়ি থেকে ঐ শিক্ষককে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন থেকে চার বছর আগে ঐ ছাত্রী শিক্ষক জিন্নাতুলের কাছে প্রাইভেট পড়া শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে জিন্নাতুল ঐ ছাত্রীর কিছু নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীকালে সেই ছবি ও ভিডিও দেখিয়ে ছাত্রীকে বারবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন জিন্নাতুল। সর্বশেষ গত ১০ অক্টোবর জিন্নাতুল নিজ বাড়িতে ঐ ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ঐ ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ৩১ অক্টোবর বিকালে শহরের জলেশ্বরীতলার একটি রেস্টুরেন্টে মেয়েটিকে ডেকে নেন জিন্নাতুল। এসময় তাকে সন্তান নষ্টের জন্য হুমকি প্রদান এবং মারধর করেন জিন্নাতুল।
বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার শিক্ষক জিন্নাতুলকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply