1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:২৬ অপরাহ্ন

প্রথম ভাষা শহীদ রফিকের জন্মদিন আজ

  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মানিকগঞ্জ প্রতিনিধি.

জাতির শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের গর্ব, ভাষা সৈনিক রফিক উদ্দীন আহমদ। যিনি প্রথম ভাষা শহীদ ছিলেন। বায়ান্নর ভাষা আন্দোলণে প্রথম মৃত্যুবরণ করেন। ১৯২৬ সালের আজকের এই দিনে ভাষা শহীদ রফিকের জন্ম।শহীদ রফিকের ৯৪ তম জন্মদিনে শহীদ রফিকের কর্ম ও স্মৃতির প্রতি জাতীর গভীর শ্রদ্ধাঞ্জলি ।

শহীদ রফিক মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল বলধারা গ্রামে জন্গ্রহণ করেন ।রফিকের নাম অনুসারে পারিল বলধারা গ্রামের বর্তমান নামকরণ করা হয়েছে রফিক নগর । তাঁর পিতার নাম আব্দুল লতিফ, মায়ের নাম রাফিজা খাতুন । পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে রফিক ছিলেন সবার বড় ।

বিপ্লবী নেতা ও নেত্রী অনিল চন্দ্র ও লীলাবতী রায় কর্তৃক প্রতিষ্ঠিত বায়রা উচ্চ বিদ্যালয় থেকে রফিক ১৯৪৯ সালে ম্যাট্রিক পাস করেন । ওই বছরেই তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন । দ্বিতীয় বর্ষে পড়াকালীন সময়ে তিনি ঢাকায় বাবু বাজারে আকমল খান রোডে তাঁর বাবার ‘কমার্সিয়াল প্রেস’ এর দেখা শোনার দায়িত্ব নেন ।তখন তিনি ঢাকায় জগন্নাথ কলেজে ভর্তি হন । ১৯৫২ সালে শহীদ রফিকের বয়স ছিল ২৬ বছর ।

মানিকগঞ্জ থেকে ঢাকা এসেছিলেন বিয়ের বাজার করতে। শ্লোগানে শ্লোগানে মুখিরত ঢাকায় প্রাণ যায় ভাষার জন্য। সামনে বিয়ে। হবু বউয়ের জন্য শাড়ি, গহনা, আলতা নিতে এসেছিলেন শহরে। বাড়ি ফিরেই বসবেন বরের বেশে।

শহরে এসে শুনেন মা বলে আর ডাকা যাবে না, রক্তে শিহরণ জাগে রফিকের। মায়ের মুখের ভাষা কেড়ে নিবে এরা কারা ? মা, হবু বউ আর সবার অপেক্ষা, উপেক্ষা করে রফিক চললেন মিছিলে।  ৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ধরেন স্লোগান। পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত গুলি বর্ষণ। মাটিতে লুটিয়ে পড়ে কত যুবক। মাথায় গুলি লাগে রফিকের। বিচ্ছিন্ন হয়ে যায় মস্তক।

বাংলা ভাষার মর্যাদার লড়াইয়ে প্রাণ হারান বিয়ের বাজার করতে আসা রফিক উদ্দীন। তার মরদেহও নিতে দেয়নি পাকিদস্যুরা, কবর দিয়ে দেয় ঢাকায়। বায়ান্নতে ভাষার জন্য জীবন দিয়ে ২০০০ সালে মরণোত্তর একুশে পদক পান রফিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park