নিজস্ব প্রতিনিধি.
খেলাফত মজলিস সিংগাইর সদর ইউনিয়নের উদ্যোগে সীরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭শে অক্টোবর সন্ধ্যায় গোবিন্দল মসজিদে অনুষ্ঠিত সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইরের বিশিষ্ট আলেমেদ্বীন মুফতিয়ে আযম মুফতি আব্দুর শাকুর মাহমুদ কাসেমী, খেলাফত মজলিসের মানিকগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূরুল ইসলাম ফরায়েজি, সহ-সভাপতি মুফতি আশরাফ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবু বকর, জেলা নির্বাহী সদস্য মাওলানা ঈসমাইল হোসেন, ছাত্র মজলিসের সাবেক মানিকগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, সিংগাইর পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সিংগাইর পূর্ব থানা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সহ প্রমুখ।
সিংগাইর সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে পরিচালনায় ছিলেন শাখা সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
Leave a Reply