মানিকগঞ্জে মহিলা কাউন্সিলর কর্তৃক দেশীয় অস্ত্র নিয়ে যুবকের উপর হামলা
আপডেট সময় :
শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
জাহিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি.
মানিকগঞ্জ পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানার নেতৃত্বে সন্ত্রাসীবাহিনী নিয়ে বড় সরুন্ডী গ্রামের ব্যবসায়ী মোঃ মানোয়ার হোসেন মানুর উপর প্রাণনাশের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। তাকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাধারী কুপায়।
বুধবার ২৬শে অক্টোবর রাত নয়টার দিকে এঘটনা ঘটে ।
মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা ছেলে সুজন তার ভাতিজা আব্দুল মানিকগঞ্জ পৌর এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে এবং সেবন করে। ব্যবসায়ী মোঃ মানোয়ার হোসেন মানু মাদক ব্যবসায় বাধা দিলে তার সাথে শত্রুতার শুরু হয়। তার জের ধরে ব্যবসায়ী মোঃ মানোয়ার হোসেন মানু কে বিভিন্ন ভাবে নারী কেলেঙ্কারীতে ফাসাতে চেষ্টা করে। তাতে তারা ব্যর্থ হয়।
এরপর বুধবার রাতে বড় সরুন্ডী মানুর বাড়ীর ভিতরে গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপস্থিতে তারা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। হামলায় দেশীয় অস্ত্র রামদা এর এলোপাধারী কোপে মানু চিৎকার করলে তার বড় ভাই চানমিয়া বেড় হয় তাকেও গ্যাস পাইপ ও লোহার রড দিয়ে পেটানো হয়। এলাকাবাসী জড় হলে তারা বলে তাদের বিরূদ্ধে মামলা করলে বা সাক্ষী দিলে তাকে প্রাণে মেরে ফেলবে বলে তারা চলে যায়।
এলাকাবাসী ও আত্বীয়স্বজন মানুকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে দায়িত্বরত চিকিৎকত ডাঃ শাহারিয়ার রোগী অবস্থা আশংকাজনক তাই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হস্তান্তর করেন। ঢাকা নেওয়া পথে রোগীর অবস্থা বেশি খারাপ হলে তাকে এনাম মেডিকেল কলেজ, সাভার ঢাকা ভর্তি করা হয়।
অপরজন চান মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উক্ত হাসপাতালের ৬ষ্ঠ তলায় ১৩ নং বেডে রাখা হয়।
মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা বলেন, আামরা এখন ক্ষমতায় আমাদের কেউ কিছুই করতে পারবে না । আমাদের সাথে রয়েছে আওয়মীলীগের সকল নেতাকর্মীরা।
মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানার বোন হাসনা বেগম বলেন, প্রয়োজনে ১০ লাখ টাকা খরচ করবো ।
ভোক্তভোগী মানুর মা আলেয়া বেগম বলেন, আমার ছেলে ব্যবসা বাণিজ্য করে আমাদের নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতেছিল। মানুকে হঠাৎ করে এভাবে পুলিশ দিয়ে তাড়া করে বাড়ী থেকে বের করে সুকৌশলে হত্যা চেষ্টার বিচার চাই আমি ।
Leave a Reply