টিকটক ভিডিও বানিয়ে কিশোরদের আকৃষ্ট করে ইয়াবা সরবরাহে ব্যবহার করতেন তরুণী মিম আক্তার (১৯)। কক্সবাজার থেকে ২ হাজার ৫ শ পিস ইয়াবা নিয়ে যশোর এসে আজ বৃহস্পতিবার বিকেলে এক সহযোগীসহ র্যাব যশোর ক্যাম্পের সদস্যদের হাতে আটক হয়েছেন তিনি। এসময় তার আরেক সহযোগী সোহেল আহমেদ (৪০) পালিয়ে যান।
আটককৃত মিম যশোর শহরের বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে ও শরিফুল ইসলাম ওরফে টগর (৩৫) শহরতলীর ঝুমঝুমপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।
রাতে র্যাব-৬ এর মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন মাদক পাচারকারীরা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোর মণিহার বাসস্ট্যান্ডে আসবে। এ সংবাদে বিকাল ৫টার দিকে একটি বাস মণিহার বাসস্ট্যান্ডে আসলে, র্যাব সদস্যরা আটককৃতদের ব্যাগ তল্লাশি করে তাদের দুজনকে ইয়াবাসহ আটক করে। এসময় তাদের আরেক সহযোগী সোহেল আহমেদ (৪০) পালিয়ে যায়। সোহেল যশোর উপশহরের আব্দুল বারীর ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পলাতক আসামির সহযোগীতায় আটককৃতরা কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট এনে যশোরের বিভিন্ন এলাকায় বিক্রি করে। এছাড়াও আটককৃত মিম টিকটকের মাধ্যমে ভিডিও করে এবং কিশোরদের আকৃষ্ট করে ইয়াবা সরবরাহ করে।
আটককৃত ও পলাতকের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply