মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে শিক্ষক দিবস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী প্রমুখ ।
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। একই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ অক্টোবর বাংলাদেশে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দিবসটি উদযাপনে সমন্বয়কের ভূমিকা পালন করেছে। জাতীয় পর্যায়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি বিভাগীয় শহর এবং জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন,”আজকের শিক্ষকরা আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। সুন্দর সমাজ বিনির্মাণে সব সমস্যার যৌক্তিক সমাধান করে শিক্ষা থেকে অন্তরায়ের সব জগদ্দল পাথর সরাতে হবে। এজন্য এ পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে হবে। আজ শিক্ষক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। বঙ্গবন্ধুর স্বপ্নের ভবিষ্যৎ সোনার বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে স্বপ্নবাজ হয়ে গড়ে উঠুক শিক্ষার্থীরা। আলোকিত হোক জাতি, মানবতা গর্জে উঠুক ।”
Leave a Reply