বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা শুক্রবার
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
নিউজ ডেস্ক.
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা শুক্রবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এক লাখ ৩৪ হাজার ৩৬৫ জন প্রার্থীর এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট শুক্রবার সকাল ১০টা থকে ১১টা পর্যন্ত ঢাকা শহরের ৪৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি টেস্টের সময়সূচি, পরীক্ষার কেন্দ্র এবং আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরীক্ষার স্থগিতাদেশ চেয়ে দায়েরকৃত রিট পিটিশনের ওপর মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ২৩ অক্টোবর স্থগিতাদেশ প্রদান করা হয়।
পরে ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের মহামান্য চেম্বার জজ হাইকোর্ট বিভাগের ওই আদেশের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। এর ফলে আগামী শুক্রবার সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই।
Leave a Reply