ধামরাইয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
মোঃ আব্দুল আজিজ.
ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রক অধিদপ্তরের সহযোগিতায় ‘মাদক রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এখনই সময়’ মাদকের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৬অক্টোবর) ধামরাই উপজেলা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নকর্মশালা অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোয়াদ্দেস হোসেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারজানা আক্তার, ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস,ধামরাই উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-পরিচালক বাহাউদ্দিন,আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান অধ্যক্ষ তোফাজ্জল হোসেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হোসেন মোহাম্মদ হাই জকী বলেন,সমাজের সব স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।আগামী দিনের শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মাদককে ঘৃণা করতে হবে। মাদক দ্রব্য রোধে শুধু সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদক রোধে কার্যকর ভূমিকাপালন করেতহবে।কোনভাবে সামাজিক পরিবেশ বিঘ্নিত হতে দেয়া যাবে না।
Leave a Reply