“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। একই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ অক্টোবর বাংলাদেশে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দিবসটি উদযাপনে সমন্বয়কের ভূমিকা পালন করেছে। জাতীয় পর্যায়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি বিভাগীয় শহর এবং জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ব্যতিক্রম ঘটেনি ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলার আওতাধীন শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। দোহার উপজেলা কর্তৃক আয়োজিত ‘শিক্ষক দিবস -২০২২ ” এ বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বক্তব্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণ, সুযোগ্য অধ্যক্ষ জনাব সিদ্দিকুর রহমান।
তিনি বলেন,” শিক্ষাক্ষেত্রে ব্যয় বলতে কিছু নেই। সরকার কর্তৃক শিক্ষাক্ষেত্রে যে অর্থ বরাদ্দ করা হয় তা সম্পূর্ণই বিনিয়োগ। দেশের কল্যাণে শিক্ষাক্ষেত্রে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের সুন্দর জীবনযাত্রার দিকটি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। “
তিনি আরো বলেন,”আজকের শিক্ষকরা আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। সুন্দর সমাজ বিনির্মাণে সব সমস্যার যৌক্তিক সমাধান করে শিক্ষা থেকে অন্তরায়ের সব জগদ্দল পাথর সরাতে হবে। এজন্য এ পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে হবে। আজ শিক্ষক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। বঙ্গবন্ধুর স্বপ্নের ভবিষ্যৎ সোনার বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে স্বপ্নবাজ হয়ে গড়ে উঠুক শিক্ষার্থীরা। আলোকিত হোক জাতি, মানবতা গর্জে উঠুক ।”
Leave a Reply